July 12, 2020, 3:30 am

News Headline :
চরফ্যাশনেে প্রাথমিক বিদ্যালয়ের কাজে অনিয়ম গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হ’তে বিদেশী মদ, বিদেশী বিয়ার এবং প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার স্থানীয় নেতাদের সহযোগীতায় বস্তি উচ্চেদের চেস্টা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ বস্তিবাসিদের বেলা অবেলায় গাবতলীতে তারেক রহমানের পক্ষে করোনা’য় আক্রান্ত পরিবার’কে মৌসুমী ফল দিলেন ছাত্রদল নেতা বিপ্লব ভাড়াটিয়া সেজে অপহৃত শিশু আব্দুল্লাহ(০৫) কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার\ অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারীসহ ০২ সদস্য গ্রেফতার করোনা টেস্টে প্রতারণার কথা জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি! দাবি জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ভোলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু সামাজিক দূরত্ব বজায় রেখে রায়গঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব উদ্বোধন এই তোমার পৃথিবী! ———– সাম্য
আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

Spread the love

বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর থেকেই সংসারে মনযোগী তিনি। ক্যারিয়ারে কিছুটা মন্দা হাওয়া লেগেছে। মেয়ে হওয়ার পর মুটিয়ে গিয়েছিলেন।

তবে নিজেকে নতুন করে তৈরি করে ফিরেছিলেন তিনি সিনেমায়। সেই সিনেমা খুব একটা সাফল্য পায়নি। কিন্তু পরিচালকরা তাকে নিয়ে ভাবছিলেন আরও নতুন কিছু প্রজেক্ট।

এমনি সময়ে প্রকাশ হলো তার মা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল অ্যাশের মা হওয়ার গুঞ্জন। আর গুঞ্জনের কারণ বচ্চন বাড়ির বউয়ের নতুন একটি ছবি।

সেই ছবিতে অ্যাশ ও অভিষেক দু’জনকেই দেখা যাচ্ছে। দোলের সময় পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে অ্যাশ ও অভি বেরিয়ে পড়েছিলেন গোয়ায়। সেখানকার একটি বিচে ছবিটি তোলা হয়েছে। ছবিতে নগ্ন পায়ে স্বামী অভিষেকের সঙ্গে হাত ধরে বিচে হাঁটতে দেখা যাচ্ছে রাই সুন্দরীকে।

Aishwaria-Rai

ছবিতে অ্যাশকে একটু মোটা লাগছে। বিশেষ করে তার পেট যেন একটু ফোলা মনে হচ্ছে। নেটিজেনদের চোখে বিষয়টি এড়ায়নি। তারপরই প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়ে জলের স্রোতের মতো।

তবে ঐশ্বরিয়ার মা হওয়ার ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া রাই। বিয়ের পাঁচ বছর পর তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
© All rights reserved © 2018 jonotarbangla.com
Design & Developed BY ThemesBazar.Com