বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষ ও হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে দু’পক্ষের বৈঠকের মাধ্যমে তাবলিগের চলমান সমস্যা নিরশন ও পূণরায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল শনিবার দুপুরে টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন ও আহত অঅলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে আলাপ শেষে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
তাবলিগের দু-পক্ষের সংঘর্ষের বিষয়টি প্রশাসনের চিন্তার বাহিরে ছিলো উল্লেখ করে মন্ত্রী বলেন, মুসল্লিরা আল্লাহর নামে তাবলিগের মেহনতের কাজে, ধর্ম প্রচারে এসেছে। ইজতেমা ময়দানে সবাই আল্লাহকে রাজি-খুশি করার লক্ষ্যে ইবাদত করতে আসে। এরা কিভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সেটা প্রশাসনের জানা ছিলো না। তাবলিগ অনুসারীদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা খুবই দুঃখ জনক। এটা আমরা কখনোই আশা করিনি। এখানে এসে সংঘর্ষে লিপ্ত হওয়া মোটেই কাম্য নয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ. গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ডিসি (জিএমপি) শরিফুর রহমান, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পশ্চিম থানার (ওসি) এমদাদুল হক, তাবলিগের মুরব্বি ডা. শাহবুদ্দিন, মাওলানা মাজাহার হোসেন প্রমূখ।
Leave a Reply