বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি বলেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বর। নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে জয়বাংলা বিরোধী সাম্প্রদায়িক শক্তি। তাদের সঙ্গে লড়াইয়ে মুক্তিযুদ্ধের শক্তি, বিজয়ী শক্তি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবারো আমরা বিজয়ী হব।
ওবায়দুল কাদের শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে র্যালী পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। ওবায়দুল কাদের বলেন, জয়বাংলা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি, এই মুক্তিযুদ্ধের রণধ্বনি জয়বাংলাকে যারা অস্বীকার করে, জয়বাংলাকে ধারণ করে না, উচ্চারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে তেমনি সারাদেশে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি মোকাবেলা করে দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়।
বিজয় র্যালীতে অংশ নিতে দুপুর ১২ টা থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা আসতে থাকেন। র্যালি শুরুর আগে তা জনস্রোতে পরিণত হয়। বিকালে শাহবাগ থেকে শুরু হয়ে র্যালিটি ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়।
Leave a Reply